শাবিপ্রবি প্রতিনিধিঃ করোনা নিয়ন্ত্রণে টিকা ছাড়া কোনো ক্লাস, পরীক্ষা এবং হলে থাকতে পারবেন না শিক্ষার্থীরা বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এমনকী টিকা ছাড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসেও ঢুকতে পারবেন না বলে জানান তিনি।বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গনমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, করোনা মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাধ্যতামূলক টিকা নেয়া লাগবে। টিকা ছাড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এমনকী, ক্যাম্পাসেও ঢুকতে পারবেন না।তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯৯ শতাংশের মতো।
এ পর্যন্ত প্রায় ১২ ধাপে মোট ২ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। যারা বাকি আছেন তাদের টিকার ডোজ কমপ্লিট করতে হবে।এছাড়া ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সবসময় মাস্ক ব্যবহার করার আহ্বান জানান উপাচার্য।
বিএ/১৩ জানুয়ারী