মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে কলেজ ছাত্র শাহরিয়া আহমদ রাজকে পরিকল্পিত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন করা হয়েছে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে যদুর অলহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১২ জানুয়ারী বিকালে।
মজমিল মিয়ার সভাপতিত্বে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল হান্নান,গিয়াস মিয়া,কদ্দুস মিয়া,ওয়াজিদ মিয়া,মো: রফিক মিয়া, ইয়াওর মিয়া,আছকির মিয়া,শেফু বক্স,রিংকু শর্মা, লিটন শর্মা, ময়না মিয়া, লিলু দেবনাথ, ফুল মিয়া, কালু মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার শতাধিক লোক মানবন্ধনে অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন- ইউরোপে পাঠাতে না পেরে টাকা আত্মসাাৎ করার উদ্যেশ্যে রাজ (১৯)কে পরিকল্পিত ভাবে হত্যা করে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। বক্তারা আরো জানান- বিগত ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় রাজনগর উপজেলার কদমহাটা হাইস্কুলের সামনে রাজ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে বলে জানায় সংঙ্গী সাব্বির খান।
ঘটনার দিন সকালে সাব্বির খান শাহরিয়া আহমদ রাজ এর ব্যবহৃত মোবাইলে বার বার ফোন দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য মৌলভীবাজার ওয়েষ্টার্ণ প্লাজা আবাসিক হোটেলে এর নিচে অপেক্ষা করে। সাব্বির খান তার বাড়ি রাজনগরের উদ্দ্যেশ্যে রাজকে নিয়ে রওনা দেয়। সে মোটরসাইকেল ড্রাইভ না করে রাজকে ড্রাইভে দেয়। যা ছিল তাদের পূর্ব পরিকল্পিত । পিকআপ ভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় কিন্তু মোটরসাইকেলে থাকা সাব্বিরের কোন ক্ষতি হয়নি। মোটরসাইকেলও ছিল সম্পুর্ন অক্ষত। মৃত্যুর পর তড়িঘড়ি করে পরিবারের সম্মত্তি ছাড়াই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
এবিএ/১২ জানুয়ারি