হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জ সদর হাসপাতালের পুরোনো ভবনে ছাদে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে রোগী ও স্বজনরা। ফায়ার সার্ভিস গিয়ে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক মোহাম্মদ আমিনুল হক সরকার।
তিনি বলেন, ‘সদর হাসপাতালের পুরাতন ভবনের ছাদে ফোম-কাপড়সহ পুরোনো কিছু জিনিসপত্র রাখা ছিল। ছাদের দরজা ২৪ ঘণ্টাই তালাবদ্ধ থাকে। কেউ হয়ত কোনোভাবে ছাদে গিয়েছিল এবং সিগারেট খেয়ে অতিরিক্ত অংশ ফেলে রেখে আসে। সেটি থেকেই আগুন লেগেছে। রোগী ও স্বজনরা আগুন দেখে ভয়ে ছোটাছুটি করতে থাকে। তবে ফায়ার সার্ভিস গিয়ে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান হাসপাতাল কর্মকর্তা।জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নূরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা জিনিসপত্রে সিগারেটের পোড়া অংশ থেকেই আগুন ধরে যায়।
বিএ/১২ জানুয়ারী