হবিগঞ্জ প্রতিনিধি:: সম্প্রতি আবারো বাড়তে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস। আর এবারের মহামারীর ঢেউয়ে স্বস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।এছাড়াও জেলায় নতুন করে আরো শনাক্ত হয়েছেন ১৪ জন।
বুধবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, নতুন করে ৬৩টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.২২%। এর মধ্যে সদর উপজেলার ১১ জন ও নবীগঞ্জ উপজেলার ৩ জন রয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৬৬৮৫ জন, সুস্থ হয়েছে ৪৫৭৮ জন ও মৃত্যু হয়েছে ৪৮ জনের।
এ ব্যাপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, দেশে করোনার নতুন ধরণ ওমিক্রন আবারো চোখ রাঙাচ্ছে। তাই সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন তিনি।
বিএ/১২ জানুয়ারী