নিজস্ব প্রতিবেদক:: মহামারি করোনা থেকে প্রায় স্বাভাবিক জীবনযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছিল দেশবাসী। কিন্তু করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে সারাদেশের জনগন। খুব দ্রুতই ছড়িয়ে পড়তে শুরু করা ওমিক্রনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যে ওমিক্রন ঠেকাতে আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে এই ১১ বিধিনিষেধ জারি করেছে সরকার। বিধিনিষেধ কার্যকর করতে সারাদেশের মতো সিলেটেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান গনমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাস মহামারি প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এই ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে আমরা সিলেটের প্রতিটি উপজেলা ও সিলেট শহরে মোবাইল কোর্ট পরিচালনা করবো।’
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় জানান, সিলেটে এখন পর্যন্ত কোনো ব্যক্তির ওমিক্রন শনাক্ত হয়নি। ওমিক্রনের উপসর্গ থাকা সিলেটের তিনজনের নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওমিক্রনের উপসর্গ থাকা আরও কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হবে।
বিএ/১২ জানুয়ারী