সিলেট৭১ ডেস্ক:: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার (১২ জানুয়ারি) সিলেটে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। শহরতলির টুকেরবাজারে পূর্বঘোষিত সমাবেশে এখনও দাওয়াত পাননি সিলেটে বিএনপির দুই শীর্ষ নেতা। ফলে সমাবেশের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একই সাথে দাওয়াত না পাওয়া দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দাওয়াত না পাওয়া দুই শীর্ষ নেতা হলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ডাক্তার শাহরিয়ার হোসেন।
সমাবেশে দাওয়াত না পাওয়া নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা.শাহরিয়ার হোসেন বলেন, বুধবার সিলেটে বিএনপির সমাবেশ হবে তা জেনেছি। কিন্তু আমাকে কেউ সমাবেশরি দাওয়াত দেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন, সবাইকে সমাবেশে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা আমন্ত্রণ পাননি তারাও আমন্ত্রণ পেয়ে যাবেন।
এবিএ/১১ জানুয়ারি