গোয়াইনঘাট প্রতিনিধি:: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়ুয়া ১২-১৮বয়সী শিক্ষার্থীদের কভিট১৯ এর টিকাদান কর্মসূচী আজ দ্বিতীয় দিনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ৷ গতকালকের মতো নেই লাইনে দাড়ানোর মতো বিড়ম্বনা ৷সরজমিনে উপজেলা নতুন হলরুমে অবস্থিত টিকাকেন্দ্রে গিয়ে দেখা গেছে মোট ৫টি বুথে অত্যম্ত সুষ্টুভাবে টিকা প্রদান করছেন দায়িত্ত্বশীলরা ৷
এবব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রথম ডোজ টিকা প্রদান করা হবে মাধ্যমিকের ৩৪টি বিদ্যালয়ের মোট ১৭০৫৭জন ও দাখিলের ০৯ টি মাদ্রাসার মোট২০৮৬জন শিক্ষার্থীদের ৷তিনি আরও জানান প্রথমদিন টিকা গ্রহন করেছেন মোট ৩৬১১জন শিক্ষার্থী এবং আজ দ্বিতীয় দিনে উনাদের টার্গেট ৩৪০৭ জন ৷
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা সদরে এসে টিকা গ্রহণ করতে শিক্ষার্থীদের বিভিন্ন অসুবিধার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান যে শিক্ষার্থীদের যে টিকা প্রদান করা হচ্ছে তা হলো ফাইজারের ,এই টিকা ফ্রিজে সংরক্ষন করে রাখতে হয় ,আর এই বিষয়টি বিবেচনা করে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্রনালয়ে মাননীয় মন্রী ইমরান আহমদ এম পি,উপজেলা হলরুমে এসি লাগিয়ে দিয়ে টিকা ফ্রিজিংয়ের ব্যাবস্থা করে দিয়েছেন ,যেহেতূ একের অধিক জায়গায় এসি লাগানো সম্ভবপর নয় তাই সবাই কে এক জায়গায় এসে টিকা নিতে হচ্ছে ৷এই টিকাদান কর্মসূচী আগামী ১৬জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে৷
এবিএ/১১ জানুয়ারি