সিলেট৭১নিউজ ডেস্ক;: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকা থেকে মো. হানিফ (৩০) নামের এক পিকআপ চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হানিফ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার মো. আবদুল্লাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার (ভোরে রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে প্রশাসনে খবর দেয়। পুলিশ এসে ওই লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ দেখতে পায়। অজ্ঞাত যুবকের লাশের খবর পেয়ে কাউয়ারখোপ থেকে ঘটনাস্থলে এসে চালক হানিফের মরদেহ বলে নিশ্চিত করে মা নুরুচ্ছাফা বেগম।
তিনি জানান, হানিফ চাকমারকুলের জুবাইর নামের একজনের পিকআপ চালাতো এবং কলঘর এলাকায় পরিবারসহ ভাড়াবাসায় থাকত। কিছুদিন আগে পিকআপটি হারিয়ে যায়। এরপর থেকে হানিফকে গাড়িটি চুরি করা হয়েছে বলে নির্যাতন করা হতো। এমনকি গত শনিবার জুবায়েরের লোকজন প্রকাশ্যে মারধর করতে করতে তাকে নিয়ে যেতে দেখেছে বলে জানান উপস্থিত অনেকেই। জুবায়েরই তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি জানান।
রামু থানা পুলিশ, পিবিআই, সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
রামু থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, অজ্ঞাত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের শরীরে রক্তের দাগ এবং আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যরা লাশটি হানিফ ড্রাইভার নামের চিহ্নিত করেছে।
আইআর/১০ জানুয়ারি