সিলেট৬১ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
আজ রবিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই ভিত্তি স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
জানা গেছে, স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের আটটি বিভাগে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে হচ্ছে সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিট। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর এই প্রকল্প একনেক সভায় পাস হয়। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।
এসব ইউনিটে ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা ছাড়াও হাসপাতালভিত্তিক ও জনগোষ্ঠীভিত্তিক ক্যানসার নিবন্ধন, অপারেশন ও কেমোথেরাপি, গাইনি হেমাটোলজি ও অনকোলজি বিভাগও চালু থাকবে।
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ইউনিট স্থাপন করা হচ্ছে। দুটি বেজমেন্টসহ ১৫ তলার ফাউন্ডেশন দিয়ে একটি ভবন নির্মাণ করা হবে।
আজ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে যারা, মানে একেবারে শিশু ও বয়োবৃদ্ধ যারা তাদের চিকিৎসাটা যাতে বিনা মূল্যে দেয়া যেতে পারে, সে ধরনের পরিকল্পনাও আমাদের রয়েছে।’
দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ থেকে ১ দশমিক ৩৩-এ দাঁড়িয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এর বেশি আর কমানোর দরকার নেই। আমাদের নতুন জনসংখ্যাও দরকার, আর যুবসমাজও দরকার। এটা আমাদের দেখতে হবে।’
এবিএ/০৯ জানুয়ারি