সিলেট৭১নিউজ ডেস্ক;: বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে তিন মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ সময় আরো দুজন আহত হয়েছে। তারাও একই মাদরাসার শিক্ষার্থী। পুলিশ জানায়, চুলকাঠী আল-জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহাঃ আলীশাহ দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীরা খুলনায় সন্ধ্যাকালীন আন্তর্জাতিক কিরাত সম্মেলন শেষে ওই রাতে পাঁচজন ছাত্র সিএনজি যোগে মাদরাসায় ফিরছিলেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘনকুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লাহ আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেঙ্গা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)।
বাগেরহাটের কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদরাসা ছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাট সদর উপজেলার চুলকাঠীর হাকিমপুরে আসছিল। প্রতিমধ্যে শ্যামবাগাত এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন মাদরাসাছাত্র নিহত হয় এবং দুজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে বলে ওসি জানান। এদিকে মর্মান্তিক এইসড়ক দুর্ঘটনায় মাদ্রসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আইআর/০৯ জানুয়ারি