সিলেট৭১নিউজ ডেস্ক;: রাজধানীর গুলিস্থানে ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুই জন পথচারীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মেঘলা পরিবহনের বাসের ড্রাইভারকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সকালে মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় দুইজন পথচারী নিহত হয়। এরপর চালক ও সহকারী দুজন পালিয়ে যায়। এঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানায় মামলা দায়ের হয়েছে। বিকেলে নিহত ফরিদের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতদের। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় মো. বাদশা ও মো. ফরিদ নামের দুই জন পথচারী নিহত হয়। এসময় আহত হন আরও পাঁচজন।
ট্রাফিক পুলিশের দাবি, নিহতরা পথচারী। ওই সময় বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।
আইআর/০৯ জানুয়ারি