সিলেট৭১ ডেস্ক:: প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেছেন, ‘সাহিত্য-সংস্কৃতি আমাদের শেকড় চেনায়। তাই আমাদের তরুণ প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতিতে আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে। তবেই ধর্মান্ধ ও সাম্প্রদায়িকতা মুক্ত সোনার বাংলা গড়ে ওঠবে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৯৫তম নিয়মিত মাসিক সাহিত্য আসরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সিলেট জেলা সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক-কবি মিজান মোহাম্মদ’র উপস্থাপনায় আসরে অতিথি হিসেবে ছিলেন- জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্টাতা সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, দুইবাংলার জনপ্রিয় ছড়াকার সন্তু চৌধুরী।
আসরে বক্তব্য ও লেখাপাঠে অংশ নেন- কবি কামরুজ্জামান হেলাল, কবি জালাল জয়, সাংগঠনিক সম্পাদক ছড়াকার অভিনেতা প্রশান্ত লিটন, সংস্কৃতি সম্পাদক ছড়াকার বিজন চন্দ দাস বিজয়, প্রচার সম্পাদক ছড়াকার শহিদুল ইসলাম লিটন, কবি মোঃ ফজলুল হক, কবি হেলাল আহমদ, শ্রাবণী দাস বীথি, ছড়াকার রওনক আহমদ এনাম, মো: আব্দুল ওয়াহিদ, আল মাহমুদ, ধুলু ধর প্রমুখ।
এবিএ/০৮ জানুয়ারি