সিলেট৭১নিউজ ডেস্ক;: রাজধানীর গুলিস্তানে নারায়নগঞ্জ থেকে ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি মিনি বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়ার শাখার কর্মকর্তা শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলিস্তানের মুরগিপট্টিতে বাসের চাপায় দুই জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।
সকাল পৌঁনে ১০টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে দুই জনের মৃতদেহ ও তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে। মৃতদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে ২ জনই পুরুষ। এদের মধ্যে ১ জনের বয়স আনুমানিক ২২ বছর। অন্যজনের বয়স ২৯-৩০ এর মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীমুখী দুইটি মিনিবাস পাশাপাশি প্রতিযোগিতা করে চালানোর সময় মেঘলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠিয়ে দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুইটি উদ্ধার করেছে ঢাকা মেডিকেল মর্গে পাঠায়।
এ বিষয়য়ে ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজিব চন্দ্র সরকার বাংলাদেশ জার্নালকে বলেন, মরদেহ দুটি পুলিশের কাছে আছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
আইআর/০৮ জানুয়ারি