নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জে উপজেলা সহকারী কমিশনারের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিবাহ হওয়ার কথা ছিল। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে কনের পিতা আকাবুর রহমান ও বরপক্ষের অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। এসময় এসআই বিজয় দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
সহকারী কমিশনার (ভূমি ) উত্তম কুমার দাশ বলেন, দেশ ও রাষ্ট্রর আইন অনুযায়ী ১৮ বছরের আগে শিশু ও কিশোর দের বিয়ে দেওয়া যাবে না । আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বিএ/৮ জানুয়ারি