এসবিএন ডেস্ক: সৌদি আরবের ভেতরে ইয়েমেনি সেনাবাহিনী ও জনপ্রিয় প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় উচ্চপদস্থ ভাড়াটে কয়েকজন কমান্ডারসহ বহু সেনা নিহত হয়েছে। (শুক্রবার) সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল-জউফ অঞ্চলের আল ওয়াদিয়ায় এ হামলা চালানো হয় বলে ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন খবর দিয়েছে।
এদিকে, সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে বড় ধরণের অভিযান শুরু করেছে আনসারুল্লাহ এবং সেনাবাহিনী। দক্ষিণাঞ্চলীয় নিজরান অঞ্চলেও এ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে ভারি কামান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।
এর আগে ইয়েমেন বাহিনী সৌদি আরবের নিজরান এবং জিজান শহর অবরোধ করেছে বলে ঘোষণা করেছিলেন দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারাফ লুকমান। এ দুই সৌদি শহর দখল করার রাজনৈতিক সিদ্ধান্তের জন্য তাদের যোদ্ধারা অপেক্ষা করছেন বলে জানিয়েছিলেন তিনি।