সিলেট৭১নিউজ ডেস্ক;: রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ভাটারা সোলমাইদ এলাকার গৃহবধূ বিউটি আক্তার (২২) ও যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার খোকন মিয়া (২৯)। বুধবার (০৫ জানুয়ারী) দিবাগত রাতে মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক দুটি ঘটনার এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানা পুলিশ ও ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
মৃত বিউটি আক্তারের স্বামী রিকশাচালক রুপচান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি কাজ শেষ করে বাসায় ফিরে দেখেন বিউটি তরকারি রান্না করতে গিয়ে পুড়ে ফেলেছে। এজন্য তার সাথে সামান্য রাগারাগি হয়। পরে রুপচান বাসা থেকে বের হয়ে দোকনে যান কলা রুটি কিনতে। সেখান থেকে বাসায় ফিরে দেখেন রুমের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। তখন রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বিউটি। তখন সেখান থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক রাত ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খোকন পরিবার নিয়ে থাকতেন কুমিল্লার দাউদকান্দিতে। যাত্রাবাড়ী মৃধাবাড়ী বাটা গলির আমির হোসেনের বাড়ির ২য়তলার পরিত্যাক্ত রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুমের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিলো। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন তিনি। তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি কারখানায় কাজ করতেন। অভাবগ্রস্ত হওয়ায় হতাশা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আইআর/০৬ জানুয়ারি