সিলেট৭১নিউজ::দেশে শীত দিনদিন বেড়েই চলছে। কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচণ্ড শীত ও কুয়াশায় মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টেই কাটছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। শীত ও কুয়াশার তীব্রতায় সন্ধ্যার মধ্যে সবাইকে ঘরে বন্দি হতে হয়।
শীতে বৃদ্ধ-শিশুদের কষ্টতা স্বাভাবিকভাবেই বেশি হয়। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়।
শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতে বুধবার ৫ (জানুয়ারি) দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেতাব গঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা মোছা. হাসিনা বেগমের অর্থায়নে সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাসিনা বেগব বলেন,মানুষ মানুষের জন্য, আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের কল্যাণে কাজ করার, করোনার শুরু থেকে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি আগামীতেও অসহায় মানুষের তরে কাজ করবো ইনশাআল্লাহ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলু বেগম, হাসি বেগম, আজিয়া বেগম, রেজিনা বানু, পায়েল অধিকারী, মিম বেগম, সালমা চৌধুরী প্রমুখ।