তাহিরপুর প্রতিনিধি: বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট’ মা মাছের অভয়ারণ্য হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত’ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। মৎস সম্পদ রক্ষার স্বার্থে, অবৈধ সরঞ্জাম উচ্ছেদের অভিযান পরিচালনা করেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিসেট্রটের আলা উদ্দিন।
৩ জানুয়ারি সোমবার বিকাল-থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিল থেকে এ অভিযান শুরু করা হয়।
জানা যায়, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিনের অভিযানে তেকুনিয়া বিল সহ কয়েকটি বিল হতে দুটি অবৈধ নেটজালের বাঁধ উচ্ছেদ করা হয় ও আনুমানিক ১০০কেজি মশারি ও কারেন্ট জাল এবং দুটি মাছ ধরার টেঁটা আটক করেন ।
এসময় সঙ্গে ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ কবির, রজব মাহমুদ অন্তর, আনসার সদস্য প্রমুখ ।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিন বলেন, টাঙ্গুয়ার হাওরের, জীব ও বৈচিত্র , মৎস অভয়ারণ্য রক্ষার স্বার্থে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চলমান থাকবে।
এবিএ/০৫ জানুয়ারি