নিজস্ব প্রতিবেদক:: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকাল ৪টায় শুরু হয়েছে গণনা।
বুধবার বিভাগের ৭৫টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া ভোট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোট দিতে আনে ভোটাররা। সকালের দিকে উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ লাইনের ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।
নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করে।
বিভাগের যেসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হচ্ছে- সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি, বীরশ্রী ইউপি, কাজলসার ইউপি, খলাছড়া ইউপি, জকিগঞ্জ ইউপি, সুলতানপুর ইউপি, বারঠাকুরী ইউপি, কসকনকপুর ইউপি, মানিকপুর ইউপি। কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি, দিঘীরপাড় ইউপি, সাতবাক ইউপি, বড়চতুল ইউপি, কানাইঘাট ইউপি, দক্ষিণ বানিগ্রাম ইউপি, ঝিংগাবাড়ি ইউপি, রাজাগঞ্জ ইউপি।
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউপি, হবিবপুর ইউপি, বাহারা ইউপি, শাল্লা ইউপি। জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউপি, ছাছনা বাজার ইউপি, ভিমখালি ইউপি, ফেনারবাক ইউপি। ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপি, পাইকুরহাটি ইউপি, সুখার রাজাপুর উত্তর ইউপি, মধ্যনগর ইউপি, চামরদানী ইউপি, বংশীকুন্ডা উত্তর ইউপি, বংশিকুন্ডা দক্ষিণ ইউপি, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা জয়শ্রী ইউপি, ধর্মপাশা ইউপি।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি, পতনউষার ইউপি, মুন্সিবাজার ইউপি, শমসেরনগর ইউপি, কমলগঞ্জ ইউপি, আলীনগর ইউপি, আদমপুর ইউপি, মাধবপুর ইউপি, ইসলামপুর ইউপি। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি, ভুনবির ইউপি, শ্রীমঙ্গল ইউপি, সিন্দুরখান ইউপি, কালাপুর ইউপি, আশিদ্রোণ ইউপি, রাজঘাট ইউপি, কালিঘাট ইউপি, সাতগাঁও ইউপি।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউপি, আহম্মদাবাদ ইউপি, দেওরগাছ ইউপি, পাইকপাড়া ইউপি, শানখলা ইউপি, চুনারুঘাট সদর ইউপি, উবাহাটা ইউপি, সাটিয়াজুড়ি ইউপি, রানিগাঁও ইউপি, মিরাশী ইউপি। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউপি, চৌমুহনী ইউপি, বহরা ইউপি, আন্দিউড়া ইউপি (ইভিএম’এ ভোট), শাহজাহানপুর ইউপি, জগদিশ পুর ইউপি, বুলস্না ইউপি, নোয়াপাপড়া ইউপি, ছাতিয়াইন ইউপি, বাঘাসুরা ইউপি, আদাঐর ইউপি।
এবিএ/০৫ জানুয়ারি