স্টাফ রিপোর্ট: সিলেটের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম শাহরিয়ার। তিনি বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
এর আগে ২০১৯ সালের ১ অক্টোবর সিলেটের সিভিল সার্জন হিসেবে ডা. প্রেমানন্দ মন্ডল দায়িত্ব গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের আরও ২২ জেলায়ও নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। সুনামগঞ্জে নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকাস্থ মহাখালীর সহকারী পরিচালক (ওএসডি) ও হবিগঞ্জে নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক ঢাকার তেজগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ইএনটি’র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ২৩টি জেলার পাশাপাশি ঢাকার সচিবালয় ক্লিনিকেও নতুন সিভিল সার্জন দায়িত্ব পেয়েছেন। নতুনদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, ৮ জন সহকারী পরিচালক, একজন মেডিকেল সুপারিনটেনডেন্ট, একজন ডেপুটি সিভিল সার্জন এবং একজন মেডিকেল অফিসার সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছেন।
এবিএ/০৫ জানুয়ারি