নিজস্ব প্রতিবেদক:: পঞ্চম ধাপের নির্বাচনে সিলেট বিভাগের ৭৫ ইউপিতে চলছে ভোট উৎসব। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোট গ্রহণ শুরু হওয়ার আগ থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। সবধরণের সহিংসতা এড়িয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সিলেট বিভাগে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে প্রশাসন। দিন গড়িয়ে সন্ধ্যা হলেই জানা যাবে কারা হাসছেন বিজয়ের হাসি।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ সম্পন্ন করতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে জানা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী বা স্ট্রাইকিং ফোর্স নির্বাচনের পরের দিনসহ মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এছাড়া, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত, আপিল গ্রহণ ও শুনানী নিষ্পত্তি কল্পে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জকিগঞ্জের বারহাল ইউপিতে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ২৩ হাজার ৩৫৬জন ভোটার। বিরশ্রী ইউনিয়নে মোট ১৭ হাজার ৬১৮জন ভোটার রয়েছেন। এ ইউপিতে মাত্র দুই চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। কাজলসার ইউপিতে মোট ১৮ হাজার ৭৭৬জন ভোটার রয়েছেন। এ ইউপিতে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী। খলাছড়া ইউপিতে মোট ১৪ হাজার ২৪৪ জন ভোটার। খলাছড়া ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী। জকিগঞ্জ সদর ইউপিতে ভোট সব ইউনিয়নের চাইতে কম। পুরুষ-মহিলা মিলিয়ে মোট ১০ হাজার ৯২৫জন ভোটার। সুলতানপুর ইউপিতে মোট ১৮ হাজার ৫১৮ জন ভোটার। বারঠাকুরী ইউপিতে মোট ১৫ হাজার ৮৪৯ জন ভোটার। কসকনকপুর ইউপিতে মোট ১৪ হাজার ৫৫০জন ভোটার। মানিকপুর ইউপিতে মোট ২১ হাজার ৭২৮ জন ভোটার। তাছাড়াও উপজেলার ৯ ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৫১ ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৭ জন নারী প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। এছাড়া সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনের দিন ৫ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবেন। উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০১ জন, সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ৮২ টি ভোট কেন্দ্রের ৩৫৪টি বুথে ১ লাখ ৬৮ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
যেসব ইউনিয়নে ভোটগ্রহণ হবে-
সিলেট : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি, বীরশ্রী ইউপি, কাজলসার ইউপি, খলাছড়া ইউপি, জকিগঞ্জ ইউপি, সুলতানপুর ইউপি, বারঠাকুরী ইউপি, কসকনকপুর ইউপি, মানিকপুর ইউপি। কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি, দিঘীরপাড় ইউপি, সাতবাক ইউপি, বড়চতুল ইউপি, কানাইঘাট ইউপি, দক্ষিণ বানিগ্রাম ইউপি, ঝিংগাবাড়ি ইউপি, রাজাগঞ্জ ইউপি।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউপি, হবিবপুর ইউপি, বাহারা ইউপি, শাল্লা ইউপি। জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউপি, ছাছনা বাজার ইউপি, ভিমখালি ইউপি, ফেনারবাক ইউপি। ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপি, পাইকুরহাটি ইউপি, সুখার রাজাপুর উত্তর ইউপি, মধ্যনগর ইউপি, চামরদানী ইউপি, বংশীকুন্ডা উত্তর ইউপি, বংশিকুন্ডা দক্ষিণ ইউপি, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা জয়শ্রী ইউপি, ধর্মপাশা ইউপি।
মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি, পতনউষার ইউপি, মুন্সিবাজার ইউপি, শমসেরনগর ইউপি, কমলগঞ্জ ইউপি, আলীনগর ইউপি, আদমপুর ইউপি, মাধবপুর ইউপি, ইসলামপুর ইউপি। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি, ভুনবির ইউপি, শ্রীমঙ্গল ইউপি, সিন্দুরখান ইউপি, কালাপুর ইউপি, আশিদ্রোণ ইউপি, রাজঘাট ইউপি, কালিঘাট ইউপি, সাতগাঁও ইউপি।
হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউপি, আহম্মদাবাদ ইউপি, দেওরগাছ ইউপি, পাইকপাড়া ইউপি, শানখলা ইউপি, চুনারুঘাট সদর ইউপি, উবাহাটা ইউপি, সাটিয়াজুড়ি ইউপি, রানিগাঁও ইউপি, মিরাশী ইউপি। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউপি, চৌমুহনী ইউপি, বহরা ইউপি, আন্দিউড়া ইউপি (ইভিএম’এ ভোট), শাহজাহানপুর ইউপি, জগদিশ পুর ইউপি, বুলস্না ইউপি, নোয়াপাপড়া ইউপি, ছাতিয়াইন ইউপি, বাঘাসুরা ইউপি, আদাঐর ইউপি।
এবিএ/০৫ জানুয়ারি