সিলেট৭১ ডেস্ক:: লিডিং ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল এবং বিজনেস ক্লাবের সহযোগিতায় ‘Career Grooming & CV Writing’ কর্মশালা মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি ১ এ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান বিষয়ে অংশগ্রহণ ও দক্ষতা অর্জন করতে হবে। কর্মক্ষেত্রে নিয়োগের সময় একাডেমিক যোগ্যতা থাকলেও নির্বাচন প্রক্রিয়ায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর দক্ষতাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। সেজন্য শিক্ষার্থীদের অন্যান্য যোগ্যতা অর্জনের পাশাপাশি তা প্রদর্শন করার দক্ষতাও থাকতে হবে।
এবিএ/০৪ জানুয়ারি