সিলেট৭১নিউজ ডেস্ক;: কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরশহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ জানুয়ারি) রাত ১১টায় শহরের ২ নং ওয়ার্ডের হাউস্কুল সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম লতিফ উল্লাহ (৩৬)। তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়া মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। বড় ভাই শরাফত উল্লাহর সাথে তিনি চকরিয়া পৌর সদরের বালিকা বিদ্যালয় সড়কে হক সুপার মার্কেটের ‘চুনতি স্টোর’ নামের দোকানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ও বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, চুনতি স্টোরের মালিক শরাফত উল্লাহ ও তার ছোট ভাই লতিফ উল্লাহ দীর্ঘদিন থেকেই চকরিয়ায় হক সুপার মার্কেটে ব্যবসা করে আসছিলেন। সোমবার রাতে দোকান বন্ধ করার সময় অজ্ঞাতনামা তিন-চারজন দুর্বৃত্ত এসে লতিফ উল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার
করেছে।
স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই জানান, সন্ত্রাসীরা বিকাশের টাকা লুট করতে গেলে দুর্বৃত্তদের চিনে ফেলায় লতিফ উল্লাহকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি জানান, অপরাধীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ভাই লতিফকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় বিকাশের মোবাইল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করেছে।
ওসমান গনি বলেন, অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। লতিফ উল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আইআর/ ০৪ জানুয়ারি