শাবি প্রতিনিধি::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।
তিনি জানান, প্রথমদিন মঙ্গলবার (৪ জানুয়ারি) বিজ্ঞান বিভাগের ‘এ-১’ ইউনিটে মেধা তালিকায় থাকা ১ থেকে ৩৫০ জন, বুধবার (৫ জানুয়ারি) মেধা তালিকায় থাকা ৩৫১ থেকে ৭৫০ জন এবং বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ৭৫১ থেকে ৯৫৫ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া, একইদিন বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ‘এ-২’ ইউনিটে (আর্কিটেকচার বিভাগ) মেধাতালিকায় থাকা ১ থেকে ৩০ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে। তিনি আরো জানান, রোববার (৯ জানুয়ারি) ‘বি’ ইউনিটের মানবিক বিভাগ থেকে মেধাতালিকায় থাকা ১ থেকে ২৯৯ জন এবং সোমবার (১০ জানুয়ারি) ‘বি’ ইউনিটের বিজ্ঞান বিভাগ (বিভাগ পরিবর্তন) ১ থেকে ২২০ জন এবং ব্যবসায় বিভাগের ১ থেকে ৮৩ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
ড. মুশতাক আহমেদ বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন। এজন্য তাদের সকল ধরনের ডকুমেন্টস আনতে হবে।এদিকে, শিক্ষার্থীদের ভর্তির জন্য এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান সার্টিফিকেট ও মার্কসিটের মূল কপি, চার কপি রঙ্গিন ছবি, সাস্ট পে স্লিপ এবং ৮ হাজার ১০০ টাকা নিয়ে আসতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা admission.sust.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, এবারে ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে ১৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।
বিএ/৪ জানুয়ারী