গোলাপগঞ্জ প্রতিনিধি :: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেট জেলার ১১টি থানায় ও পুলিশ সুপার অফিসে সংরক্ষিত আসন রাখা হয়েছে। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা পুলিশের যেকোন সেবা নিতে থানায় এলে নির্ধারিত সম্মানি আসনে বসবেন।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে সম্প্রতি থেকে সিলেটের সকল থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়। সোমবার (৩ জানুয়ারি) থেকে বীর মুক্তিযোদ্ধারা থানায় এসে নির্ধারিত চেয়ারে বসতে পারছেন।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বলেন, গত মহান বিজয় দিবসে সিলেট জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। আজ (সোমবার) থেকে সিলেট জেলার সকল থানায় মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন।
এদিকে মুক্তিযোদ্ধাদের সম্মানে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিশিষ্টজনের প্রশংসায় ভাসছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।
বিএ/৪ জানুয়ারি