তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের কার্যক্রম ও সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) সকালে কার্যকর ও জবাবদিহি‚ স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি) স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুর আলম, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, এস এই সাইদুর, সাংবাদিক আবুল কাশেম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আল আমীন প্রমুখ।
এবিএ/ ০৩ জানুয়ারি