সুনামগঞ্জ প্রতিনিধি;: সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিরাইয় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠেছ। ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রথীশ দেবনাথ উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে ভোট পুনরায় গণনার লিখিত আবেদন করেছেন।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, নির্বাচনের দিন আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তার গ্রামে ভোট কেন্দ্র হওয়ায় অনেকটা প্রভাব সৃষ্টি করে। আমার এজেন্টকে জোর পূর্বক বের করে দিয়ে জাল ভোট দেয়। ভোট গণনার সময়ও আমার এজেন্টকে ফাঁকা সিটে স্বাক্ষর রেখে বের করে দেওয়া হয়।
ভোট গণনার পর দেখা যায় আমার প্রাপ্ত ভোট ৪৪৫ এবং বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৯৪। আমাকে ভোট কেন্দ্র থেকে ভোট গণনার বিবরণী ফরম (ঞ-২) দেওয়া হয়েছে তার সাথে আমাদের ভোটের কোনো মিল নেই। সকল প্রার্থীর বৈধ ভোট হচ্ছে ১৩১৫। গণনা সিটে বৈধ ভোট দেখানো হয়েছে ১২৭০। অবৈধ ভোট ৮৪। বৈধ এবং অবৈধ ভোট যোগ করলে মোট কাস্টিং ভোট হয় ১৩৯৯ । অথচ গণনা সিটে কাস্টিং ভোট দেখানো হয়েছে ১৩৫৪। এতে প্রতীয়মান হয় ভোট গণনায় কারচুপির করে আমাকে পরাজিত করা হয়েছে। আমি ভোট পুনরায় গণনার আবেদন করেছি। আমি আবেদনের অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন, জেলা নির্বাচন কমিশন জেলা প্রশাসক সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিরাই, উপজেলা নির্বাচন কর্মকর্তা দিরাই, রিটার্নিং কর্মকর্তা কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন, দিরাই বরাবর প্রদান করেছি।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা শরীফুল আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইআর/ ০৩ জানুয়ারি