সিলেট৭১নিউজ ডেস্ক :: শরীয়তপুর জেলার নড়িয়ায় খেলতে গিয়ে বল মনে করে কুড়িয়ে আনা ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাইফ (৭) একই এলাকার রতন বেপারী ছেলে, অয়ন হাওলাদার (৮) ওই গ্রামের আফজাল হাওলাদারের ছেলে ও রনি হাওলাদার (৭) একই গ্রামের হানিফা হাওলাদারের ছেলে।স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, জপসার ইউনিয়নের আদর্শ গ্রামে তিন শিশু খেলতে মাঠে যায়। আসার পথে সড়কের পাশে লাউয়ের মাচার নিচে লাল কস্টেপ পেঁচানো দেখে বল মনে করে একটি ককটেল কুড়িয়ে নিয়ে যায় তারা। পরে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুগুলোর হাত-পাসহ বিভিন্ন জায়গায় ক্ষত হয়। তাদের মধ্যে দুই জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার রাতেও একই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।আহত অয়নের বাবা আফজাল হাওলাদার বলেন, তিন বন্ধু মাঠে খেলতে যায়। সেখান থেকে আসার পথে বাড়ির পাশের সড়কের লাউয়ের মাচার নিচ থেকে অয়ন, রনি ও সাইফ খেলার বল মনে করে ককটেলটি কুড়িয়ে আনে। পরে সেটি নিয়ে পাশের মাঠে খেলতে যায়। পরে বিকট শব্দে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। এতে তাদের হাত-পাসহ বিভিন্ন স্থানে ক্ষত হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, দুপুরে জপসার আদর্শ গ্রামে খেলার বল মনে করে শিশুরা ককটেল নিয়ে যায়। পরে সেটি বিস্ফোরিত হলে আহত হন শিশুরা। দুই শিশুকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আগের রাতেও একই এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
বিএ/৩ জানুয়ারি