নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি শহর চট্টগ্রাম ও সিলেটকে যুক্ত করে নিয়ে ফ্লাইট ঘোষণা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৮ জানুয়ারি থেকে চলবে এই ফ্লাইট।
বর্তমানে এই রুটে কোনো এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করেনি।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি থেকে সপ্তাহে দুইদিন (বুধবার ও শনিবার) চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল করবে। এই দুইদিন বেলা ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১ ঘণ্টা ২০ মিনিটে সিলেটে পৌঁছাবে।
একই ফ্লাইট সিলেট থেকে দুপুর ১টায় রওনা হয়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।এই রুটে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪,২০০ টাকা। রিটার্ন ভাড়া ৮,৪০০।
বিএ/৩ জানুয়ারি