ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহ মালুম (রহ)-এর মাজারে বাৎসরিক ওরস শুরু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ সদরের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশের টিলায় হজরত শাহ মালুম (রঃ) এর মাজার অবস্থিত। প্রতি বছরের মত এবারও ৩দিন ব্যাপি ওরসের আয়োজন করা হয়েছে। ওরশের কর্মসূচীর মধ্যে রয়েছে, মাজারে গিলাফ লাগানো,খতমে কোরআন,খতমে খাজা গান ও দোয়া মাহফিল। করোনার কারনে আগের বার ওরশ না হওয়ায় এবার জনসমাগম হয়েছে বেশি। ওরশ মোবারক ঘিরে মাজার এলাকায় বসেছে নানা ধরনের দোকানপাট।
খেলনা,খাদ্য সামগ্রী,কাপড় চোপড় থেকে শুরু করে আসবাবপত্রের দোকান নিয়ে বসেছেন বিভিন্ন জেলা থেকে আসা অস্থায়ী ব্যবসায়ীরা।
ওরশ মোবারক ঘিরে দূর দুরান্ত থেকে আসছেন “নাইওরিরাও” পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করছেন তারা। শিশু থেকে শুরু করে সব বয়সীদের প্রিয় নাগরদোলা আকর্ষণীয় হয়ে উঠেছে ওরশে। বরাদ্দকৃত ওরশের মাঠে জমজমাট হয়ে উঠেছে মুখরোচক খাবারের দোকান। বিভিন্ন জেলার বিখ্যাত সব খাবারের পরসরা নিয়ে বসেছেন দোকানিরা। যার মধ্যে ভিড় জমেছে চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনেট খৈ,খাজা, তিলু, আচারের দোকানে।
অস্থায়ী ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান, আজ প্রথম হিসাবে খুব বেচাকেনা না হলেও কাল থেকে ভালো বেচাবিক্রি হবে।
এবিএ/ ০২ জানুয়ারি