জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাথমিক পর্যায়ের ১৯৩টি বিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে বিদ্যালয় বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষকরা। বই উৎসব না থাকলেও নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী পুস্প দাস বলেন, নতুন বই পেয়ে আমরা খুব খুশি। প্রথম দিন বই নিতে সকাল থেকে স্কুলে এসে অপেক্ষা করছি।তবে মাধ্যমিক স্তরের অনেক বিদ্যালয়ে বই পাননি শিক্ষার্থীরা।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় প্রাথমিক স্তরের ১৯৩ টি বিদ্যালয় রয়েছে।তার মধ্যে১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০টি কিন্ডারগার্ডেন বিদ্যালয় রয়েছে।এসব বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত প্রায় ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে। এদিকে মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের কিছু কিছু বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন বই পৌঁছলেও অধিকাংশ বিদ্যালয়ে বই পৌঁছেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়,উপজেলায় ৩১ মাধ্যমিক বিদ্যালয় ও১৮ টি মাদ্রাসা রয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছলেও মাদ্রাসায় কোন বই পৌঁছে নি।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, জগন্নাথপুর উপজেলার ১৯৩ টি বিদ্যালয়েই আমরা নতুন বই পৌঁছে দিয়েছি। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই দেওয়া হবে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান বলেন, মাধ্যমিক স্তরের কিছু বই এখনো পাওয়া যায় নি। যেসব বই পাওয়া গেছে তা বিদ্যালয়ে পৌঁছে গেছে। মাদ্রাসাগুলোর বই আগামী কাল পৌঁছে যাবে।
এবিএ/ ০২ জানুয়ারি