তাহিরপুর প্রতিনিধি:: নতুন বছরের প্রথম দিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বালিজুরী হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে ২০২২ সালের নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর,উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রোকন তালুকদার প্রমুখ।
এ ছাড়াও উপজেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, জয়নাল আবেদিন বালিকা বিদ্যালয়, বাদাঘার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।
এবিএ/ ০১ জানুয়ারি