স্টাফ রিপোর্ট:: সিলেট নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার থেকে ৫টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বুধবার (২৯ ডিসেম্বর) মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগারে গোপন বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে সিলেট মহানগরীর দায়িত্বশীল অনেক নেতা ছিলেন। গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ মাদ্রাসার পাঠাগারে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অন্যরা পালিয়ে যায়। পাঠাগার তল্লাশি চালিয়ে পুলিশ শিবির পরিচালনার বিভিন্ন বই ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
এসময় দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে পাঠাগার থেকে ৫টি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক ধারায় কোতোয়ালি থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনাস্থল থেকে আটককৃতদের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। ওইদিন’ই তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। কারাগারে পাঠানো আসামীরা হচ্ছে, মোগলাবাজার থানাধীন রুস্তুপুর গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে শাহার আহমদ (২৮), জালালাবাদ থানাধীন হাউসা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান (২৭) ও গোলাপগঞ্জ দৌলতপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে তানভীর আহমদ (২৩) ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, পুলিশ আলীয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার থেকে ৫টি ককটেল বোমা, শিবির পরিচালনা বইসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। এসময় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় ২৭জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। পরিত্যক্ত পাঠাগারে জামায়াত-শিবির সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের পরিকল্পনা নিয়ে বৈঠকে বসে। এসময় তারা জননিরাপত্তা বিপন্ন, জনশৃংখলা রক্ষনাবেক্ষনের কাজ বিপন্ন বা ক্ষতিগ্রস্থ করিবার উদ্দেশ্যে নাশকতা সৃষ্টি পরিকল্পনা করে।
এবিএ/৩১ ডিসেম্বর