সিলেট৭১নিউজ ডেস্ক:: সাফিয়া সিলভী পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে। সাফিয়ার ভালো ফলাফলে তার পরিবারের সদস্যদের যখন আনন্দ উদযাপনের করার কথা, তখন বাড়িজুড়ে কান্নার রোল।
কারণ জিপিএ ৫ পাওয়া সফিয়া এত বড় সুখবরটা সে নিজে শুনে যেতে পারেনি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর তিনি মারা যান। সাফিয়ার (১৫) বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পুরান তাহেরপুর গ্রামে। বাবা শফিকুল ইসলাম ব্যবসায়ী ও মা মরিয়ম খাতুন স্কুলশিক্ষক। বিয়ের ১৬ বছর পর তাদের কোলজুড়ে আসে সাফিয়া। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএসসি পরীক্ষার তিন দিন আগে সাফিয়া অসুস্থ হয়ে যায়।এক বিষয়ের পরীক্ষা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার পরও সাফিয়া পরীক্ষা দিতে চায়। তাই অসুস্থ অবস্থায় পরীক্ষায় অংশ নেয় সাফিয়া। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু ২৭ নভেম্বর অস্ত্রোপচার করার আগেই সে মারা যায়। এরপর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসির ফল প্রকাশের পর জানা যায়, সাফিয়া সব বিষয়ে এ প্লাস পেয়েছে। সাফিয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, সাফিয়া তাদের একমাত্র সন্তান ছিল। তাদের মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছিল। সাফিয়াকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও সাফিয়া এত ভালো ফলাফল করেছে। এ ফলাফল তাদের আবারও কাঁদাল।
বিএ/৩১ ডিসেম্বর