বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে বড়লেখা পৌরশহরের গ্রামীণ বেকারিকে ২০ হাজার, বিসমিল্লাহ বেকারিকে ২০ হাজার ও জুমা বেকারিকে ৩ হাজার টাকা জরিমান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। বৃহস্পতিবার বিকেলে তিনটি বেকারিকে জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিএ/৩১ ডিসেম্বর