সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ সীমান্তে বাঁশঝাড়ের ঝোপের ভেতর পাওয়া গেল আড়াই শতাধিক বিদেশি মদে বোতল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম এসব বিদেশি মদ জব্দ করেন।
বুধবার রাতে জব্দ তালিকা সহ এসব বিদেশি মদ সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়েছে।
বুধবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের মিডিয়া সেল আরও জানায়, র্যাবের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত সংবাদের ভিক্তিত্বে র্যাব-৯ সিপিসি সুনামগঞ্জ -৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমদ ও এএসপি ইকরামুল আহাদের নেতৃত্বে মঙ্গলবার জেলার দোয়ারাবাজার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় র্যাবের একটি টিম।
এরপর ওই উপজেলার সীমান্ত গ্রাম আফসর নগরের একটি বাঁশ ঝাড়ের ভেতর ভেতর কৌশলে লুকিয়ে রাখা ২০১ বোতল বিদেশি(অফিসার্স চয়েজ ) মদ জব্দ করে র্যাবের অভিযানে থাকা টিম।
এবিএ/৩০ ডিসেম্বর