নিজস্ব প্রতিবেদক:: সিলেটে এসএসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের টপকে গেছে মেয়ে শিক্ষার্থীরা। এ ছাড়া জিপিএ ৫ পাওয়ার দিক দিয়েও গেল বছরের মতো এ বছরও এগিয়ে আছে মেয়েরা।
সিলেট শিক্ষা বোর্ড থেকে আজ বৃহস্পতিবার সকালে এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের ৯৬.৭৮। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ৫৩ হাজার ৩৩২ জন ছেলে শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৮৬ জন। ছেলেদের পাসের হার ৯৬.৩৫। ৬৬ হাজার ২২১ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এবার পাস করেছে ৬৪ হাজার ৩১৪ জন। তাদের পাসের হার ৯৭.১২। অর্থাৎ, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি।
গত বছর পাসের হারে ছেলেরা এগিয়ে ছিল। সে বছর ছেলেদের পাসের হার ছিল ৭৯.২৩ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৮.৪৬। এ বছর ছেলেদের টপকে গেছে মেয়েরা।এদিকে, জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে গেল বছরের মতো এবারও মেয়েরা এগিয়ে আছে।গেল বছর ২০৮১ জন ছেলে ও ২১৮২ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছিল। এ বছর জিপিএ ৫ পাওয়াদের মোট সংখ্যা বেড়েছে। কিন্তু ছেলেদের জিপিএ ৫ পাওয়ার সংখ্যা কমে গেছে। এক্ষেত্রে মেয়েদের সফলতা বেড়েছে।ছেলেদের মধ্যে এবার ২০২৮ জন জিপিএ ৫ পেয়েছে। মেয়েদের মধ্যে ২৮০৬ জন পেয়েছে জিপিএ ৫।
বিএ/৩০ ডিসেম্বর