শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: শাল্লা উপজেলার ফয়েজুল্লাহপুর হাওরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই হয়েছে দরিদ্র কৃষকের স্বপ্ন। ক্ষেতে কেটে স্তুপ করে রাখা পাকা ধানে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগিয়ে দিলে প্রায় লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাঁই হয়ে যায়।
এ ঘটনায় মুষড়ে পড়েছেন কৃষক আব্দুল হালিম। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনকে অবগত করা হলে ঘটনাস্থল পরিদর্শনে যান শাল্লা থানার এসআই আব্দুল বাশার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফয়েজুল্লাহপুর গ্রামের আব্দুল হালিম ৫ বিঘা জমিতে আমন ধানের চাষ করেন। সোমবার পাকা ধান কেটে মাড়াই করার জন্য ক্ষেতেই ধান স্তুপ করে রাখেন।
মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে শক্রতা করে কে বা কারা ধানের স্তুপে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ৫ বিঘা জমির ফসল পুড়ে ছাই হয়ে যায়। বুধবার সকাল ৬ টার দিকে দেখা যায় জমিতে দেয়া ধানের স্তুপ ছাই হয়ে গেছে।
কৃষক আব্দুল হালিমের ছেলে মো. আল আমিন জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে কে বা কারা পাকা ধানের স্তুপে আগুল লাগিয়ে দেয়। আর এই আগুনে আমাদের ৫ বিঘা জমির ধান পুড়ে ছাই গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুুলিশ পাঠিয়েছি। এখন তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিএ/২৯ ডিসেম্বর