দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্ণগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সুনামগঞ্জ র্যাব -৯ এর একটি দল।
অভিযানকালে কর্ণগাঁও বাজারের বিসমিল্লাহ রেস্টুরেন্টেকে ৩ হাজার, ছয় ভাই রেস্টুরেন্টেকে ৩ হাজার, আল-কাইয়ূম কপি হাউসকে ৩ হাজার, অর্জুন ষ্টোরকে ৪ হাজার, অনুকূল ষ্টোরকে ২ হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে কর্ণগাঁও বাজারে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইআর/২৮ ডিসেম্বর