স্টাফ রিপোর্ট;; চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ৮১টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এর মধ্যে ৪৭টি ইউনিয়নেই হেরেছে আওয়ামী লীগের প্রার্থীরা।
উপজেলাগুলো থেকে রোববার রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
প্রাপ্ত ফল অনুযায়ী, সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে নৌকা জয় পেয়েছে ৩টিতে। বাকি সাতটির মধ্যে আওয়ামী লীগ দুটিতে বিদ্রোহী, দুটিতে জামায়াত বিদ্রোহী, দুটিতে বিএনপির বিদ্রোহী ও এক প্রবাসী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
একই জেলার গোলাপগঞ্জের চারটিতে আওয়ামী লীগ, দুটিতে বিদ্রোহী, দুটিতে জামায়াত ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।
মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, চারটিতে আওয়ামী লীগ এবং তিনটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। রাজনগর উপজেলার আট ইউনিয়নের চারটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলার ২০টি ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে ১১টিতে জয় পেয়েছে নৌকার প্রার্থী, চারটিতে দলের বিদ্রোহী, দুইটিতে জিতেছেন বিএনপি সমর্থিক স্বতন্ত্র প্রার্থী। বাকি তিনটিতে জয় পেয়েছেন, যারা কোনো দল করেন না।
সুনামগঞ্জের তিন উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন দলের নৌকা জয় পেয়েছে সাতটিতে। এছাড়া নয়টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, চারটিতে বিএনপি এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু মিয়া চৌধুরী, মনুমুখ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এমদাদ হোসেন, কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আপ্পান আলী, আপার কাগাবলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমন মোস্তফা এবং আখাইলকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের শেখ মো. বদরুজ্জামান চুনু জয় পেয়েছেন।
উপজেলার একাটুনা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আখতার উদ্দিন আহমদ, কনকপুর ইউনিয়নে বিএনপির রুবেল উদ্দিন, আমতৈল ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুজিত চন্দ্র দাশ।
অপরদিকে নাজিরাবাদ ইউনিয়নে বিএনপির আশরাফ উদ্দিন আহমদ, মোস্তফাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশাররফ হোসেন টিটু জয় পেয়েছেন।
রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নকুল চন্দ্র দাশ। উত্তরভাগ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিগেন্দ্র চন্দ্র সরকার, মুন্সিবাজার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাহেল হোসেন, পাঁচগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম ছানা, রাজনগর ইউনিয়নে বিএনপির জুবায়ের আহমদ চৌধুরী, টেংরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টিপু খান জয়লাভ করেছেন। কামারচাক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।
আইআর/২৮ ডিসেম্বর