সুনামগঞ্জ প্রতিনিধি;; সুনামগঞ্জের একটি আবাসিক এলাকা থেকে মাদকদ্রব্যসহ আব্দুল জব্বার শিপলু পাবেল (২৮) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র্যাব-৯ সুনামগঞ্জের সদস্যরা।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের জামতলা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, পুলিশের জ্যাকেট ও নেমপ্লেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত শিপলু সুনামগঞ্জ সদর থানাধীন আরপিনগর গ্রামের মৃত সরাব মিয়ার ছেলে।
জানা যায়, র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকরামুল আহাদের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত শিপলু পাবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সে ভুয়া পুলিশ হয়ে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো।
আইআর/২৮ ডিসেম্বর