সিলেট৭১নিউজ ডেস্ক;: ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের স্নাতকোত্তরের এক ছাত্রকে নির্যাতন করে তার সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হলের এক নেতার বিরুদ্ধে।
রবিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাগর সরকার জগন্নাথ হল ছাত্রলীগের পদপ্রার্থী সত্যজিৎ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ এনে হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত সত্যজিৎ দেবনাথ বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি জগন্নাথ হল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
ভুক্তভোগী সাগর সরকারের অভিযোগ, রবিবার দুপুর আড়াইটার দিকে জগন্নাথ হল ছাত্রলীগের পদপ্রার্থী সত্যজিৎ দেবনাথ তার কয়েকজন সমর্থককে নিয়ে ১০১১ নম্বর রুমে গিয়ে তাকে শারীরিক আক্রমণ করেন। এসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কয়েকজন তার বিছানাপত্র ১০ তলা থেকে নিচে ফেলে দেয়।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সত্যজিৎ দেবনাথ বলেন, শারীরিক নির্যাতনের কথাটা বাড়িয়ে বলা হচ্ছে। একটু কথা কাটাকাটি হয়েছে বা ধমক-টমক দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, তাদের নিজেদের মধ্যে যে কোনো ঝামেলা হতেই পারে। কিন্তু ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় মারধর করা হয়েছে, বিষয়টি এমন নয়।
বিষয়টি নিয়ে জানতে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহাকে কয়েকবার ফোন দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।
আইআর/২৭ ডিসেম্বর