রাজনগর প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ রোববার (২৬ ডিসেম্বর) রাজনগরের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতে ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ইটা চা বাগান কেন্দ্রে নির্ধারিত সময়ে ভ্যালট প্যাপার না পৌঁছায় ২০ মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়েছে। উপজেলার ৭৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টিম সার্বক্ষণিক টহল দেবে। রয়েছে বিজিবি’র টহল টিমও। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে ১ লাখ ৭১ হাজার ৭০১ জন ভোটার রয়েছেন। উপজেলার কয়েকটি বোট কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারদের লাইন দীর্ঘ। টেলরা ইউনিয়েনর রামভদ্রপুর সেন্টারে সকাল ১০টায় গেলে দেখা যায় নারীদের দীর্ঘ সারি। এ সেন্টারে পূরুষ ৩টি ও নারী বুথ দুইটি।
প্রিজাইডিং অফিসার প্রবীর কুমার কুন্ড জানিয়েছেন, সকাল ১০ টা পর্যন্ত প্রায় ৪০০ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ সেন্টারে মোট ভোট সংখ্যা ২১৫০টি। তিনি বলেন সুন্দর ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে।
বিএ/২৬ ডিসেম্বর