সিলেট৭১নিউজ ডেস্ক:: ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবোঝাই লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার (২৫ ডিসেম্বর) সকালে পোনাবালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য ঢাকা থেকে বরগুনার বেতাগীগামী লঞ্চটিতে শুক্রবার ভোরে আগুন লাগে। এই ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ইঞ্জিন রুম থেকেই লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এখন পর্যন্ত ৩৩টি লাশ বরগুনায় দাফন করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয় একটি তদন্তে কমিটি গঠন করেছে, কমিটির সদস্যরা শনিবার (২৫ ডিসেম্বর) সকালে অভিযান-১০ লঞ্চ পরিদর্শনে যান। লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে অবস্থান করছে।
এদিকে ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটি লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের একটি তালিকা তৈরি করেছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
সিলেট৭১নিউজ/টিআর/০৬