সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেট বিভাগের প্রতিটি উপজেলা ও জেলায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের বাধা ও সংঘর্ষের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেমম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনেতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৪ ডিসেম্বর) সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। শনিবার (২৫ ডিসেম্বর) সিলেট বিভাগের প্রত্যেক জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার হবিগঞ্জে বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কার্যলয়ের সামনে জড়ো হন দলটির শত শত নেতা-কর্মী। সমাবেশে বাধা প্রদান করে পুলিশ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।
ঘটনার বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চেয়েছে। যে কারণে আমরা তাদেরকে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে শত শত নেতাকর্মী পুলিশরে উপর হামলা চালান।’
আইআর/২৩ ডিসেম্বর