সিলেট৭১নিউজ ডেস্ক;: শ্রীলঙ্কায় ‘তাই পোঙ্গল’ নামে ঘুড়ি উৎসব হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছয় বন্ধু মিলে বিশাল একটি ঘুড়ি বানিয়ে তারই মহড়া দিচ্ছিলেন। মহড়া দিতেই গিয়েই বিপাকে পড়েন এক ব্যক্তি। ঘুড়ির সাথে আকাশে উড়ছিলেন তিনি। পরে অবশ্য প্রাণে বেঁচে গেছেন তিনি। সোমবার ঘটেছে এ ঘটনা।
জানা গেছে, হঠাৎ দমকা হাওয়ায় ঘুড়িটি দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। বাকিরা সুতো ছেড়ে দিলেও এক ব্যক্তি সেটা ধরেছিলেন। ফলে তাকে নিয়েই উড়তে শুরু করে ঘুড়িটি। একটা সময় সেই সুতো ধরে উড়তে উড়তে ৩০ ফুট উচ্চতায় পৌঁছে যান ওই ব্যক্তি।
বন্ধুরা চিৎকার করে তাকে বলছিলেন সুতোটা ছেড়ে দিতে। কিন্তু এত উচ্চতায় উঠে গিয়েছিলেন যে তার পক্ষে সেই সুতো ছেড়ে দেওয়াটাও প্রাণঘাতী হতে পারত। কিন্তু শেষমেশ প্রাণ বাঁচাতে সাহসে ভর করেই সেই উচ্চতা থেকেই লাফ দেন তিনি।
আইআর/২২ ডিসেম্বর