সিলেট৭১নিউজ ডেস্ক;: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেয়া ও আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। আসছে ৫ জানুয়ারি শ্রীপুর উপজেলার আট ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতীক নিতে আসার সময় এবং প্রতীক পাওয়ার পর প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠেছে। একইসাথে জনসম্মুখে হুমকি দেয়ার দু’টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী নূরুল হক আকন্দ স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্য করে একটি পথসভায় বলেন, ‘জীবন বাজি রেখে হলেও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা চালাতে দেয়া হবে না।’ অন্যদিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী আজাহার হোসেন তালুকদার ওই এলাকার স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নাম উল্লেখ করে বলেন, ‘এখানে একটা ছেলে আছে আমিনুল, দুষ্ট ছেলে বুঝে না! তিনি নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার সাহসটা দেখেছেন। তিনি আরো বলেন, যদি আমি চার/পাঁচশ ভোটে হেরে যাই, যদি এমন ঘটনা ঘটে তাহলে আমিনুলকে জবাব দিতে হবে।’
উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নূরুল হক আকন্দ কর্তৃক স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেয়ার ভিডিওটিও ব্যাপক ভাইরাল হয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি পথসভায় তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাধা দিতে এবং স্বতন্ত্র প্রার্থীদের কোনো পোস্টার সাঁটাতে দেয়া হবে না।
প্রহলাদপুর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী আবু সাইদ আকন্দ জানান, নৌকারপ্রার্থী শুধু হুমকি দিয়ে ক্ষান্ত হননি। আমার প্রচারণায় বাধাও দিচ্ছেন। আমার দু’জন কর্মীকে আহত করেছেন। ইতোমধ্যে আমি গাজীপুর ডিসি ও এসপি বরাবর অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে প্রহলাদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নূরুল হক আকন্দ জানান, বক্তব্যটি মুখ ফসকে বের হয়ে গেছে। আবেগে বলে ফেলেছি। তারপর তিনি বিষয়টি চেপে গিয়ে সাংবাদিকদের নিউজ না করতে অনুরোধ করেন। প্রতিপক্ষ কর্মীকে মারধরের বিষয়ে বলেন, ‘এটা মিথ্যা।’
অন্যদিকে গাজীপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হুমকি প্রসঙ্গে বলেন, ‘জনসম্মুখে আজহার তালুকদারের এ হুমকির পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি খুব আতঙ্কে আছি।’
হুমকি প্রসঙ্গে গাজীপুর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আজহার হোসেন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে ভেবে-চিন্তে পরে কথা বলবো।
শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার মো: আল নোমান বলেন, ‘যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, এমন চারজনকে শোকজ করা হয়েছে।’
আইআর/২২ ডিসেম্বর