ধর্মপাশা প্রতিনিধি;: ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বর্তমান ইউপি সদস্য আর্শাদ মিয়া (৫১)।
তাঁর বাড়ি ওই ইউনিয়নের কামাউড়া গ্রামে। ওই ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলে শেষ সময়সীমা পর্যন্ত ৩৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৫নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আর্শাদ মিয়া (৫১) একক প্রার্থী। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা এক হাজার ৯৬৯জনের। এর মধ্যে পুরুষ ৯৮৩ জন ও ৯৮৬জন নারী ভোটার রয়েছেন। আজ ১৯ ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামি ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার ১০টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সাধারণ সদস্য প্রার্থী আর্শাদ মিয়া বলেন, ওয়ার্ডবাসীর সুখে দুখে সবসময় আমি পাশে ছিলাম। সাধ্যমতো তাঁদের জন্য কাজও করেছি। এই ওয়ার্ডের আমাকে মনে প্রাণে ভালোবাসেন বলেই আমার বিপক্ষে কেউ প্রার্থী হয়নি। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় ওয়ার্ডবাসীর কাছে চির আমি কৃতজ্ঞ।
মধ্যনগর ইউনিয়নের রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম বলেন, মধ্যনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আর্শাদ মিয়া একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । ওই প্রার্থীর মনোননয়ন পত্রটিও বৈধ ঘোষণা করা হয় । তিনি প্রার্থীতা প্রত্যাহার না করায় উপজেলার মধ্যনগর ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এবিএ/২০ ডিসেম্বর