সিকৃবি প্রতিনিধি;; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘আর্ট অফ লাইট’। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের নতুন ভবনে বাছাইকৃত ৯৩টি আলোকচিত্র নিয়ে শুরু হয় এ প্রদর্শনী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে জাতীয় পর্যায়ে এবার তৃতীয় বারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে আর্ট অফ লাইট’র আসর।
রোববার দুপুর ১ টায় কেক কেটে ও ম্যাগজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শনী ‘আর্ট অফ লাইট’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার (বীর মুক্তিযোদ্ধা। এতে ভাইস প্রেসিডেন্ট মারওয়া রহমান অন্বেষা ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর ড. মো. তাওহীদ হাসান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদীয় ডিনগণ, উপদেষ্টা মণ্ডলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী, সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সংগঠকবৃন্দ সহ প্রমুখ।
সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির আয়োজকবৃন্দ জানান- এবারের আলোকচিত্র প্রদর্শনীতে দুই ক্যাটাগরিতে (ডি এস এল আর ও মোবাইল) সারা দেশ থেকে মোট ২৭৮৩ টি ছবি জমা পড়ে। যার মধ্যে বিচারকদের মাধ্যমে ডিএসএল আর ক্যাটাগরিতে ১৯৬৭ ছবি থেকে বাছাইকৃত ৬৬ টি এবং মোবাইল ক্যাটাগরিতে ৮৪৬ ছবি থেকে বাছাইকৃত ২৭ টি সহ সর্বমোট ৯৩ টি ছবি প্রদর্শিত হচ্ছে।
এবার মোট সাতটি ক্যাটাগরিতে সেরা ছবির জন্য দেওয়া হবে সাতটি পুরষ্কার। বিচারক হিসাবে ছিলেন দেশ বরেণ্য বিচারক হাসান সাইফুদ্দিন চন্দন, আবির আব্দুল্লাহ ও মো. আব্দুল মোনায়েম।
আইআর/২০ ডিসেম্বর