সিলেট৭১নিউজ ডেস্ক;: আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ১০ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে চাঁদার টাকা জব্দ করা হয়।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে প্রকাশ্যে চাঁদাবাজি করা কালে নগদ ৪২৩০ টাকা ও ৮টি মোবাইলসহ ১০ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় মো. মাসুদ রানা, ইকবাল হোসেন রতন, মো. বিপ্লব, মো. পান্নু হাওলদার, মো. জাহাঙ্গীর, মো. আনোয়ার শেখ, মো. আলম মোল্লা, মো. আব্দুল্লাহ আল হেলাল, মো. শাহাদত হোসেন ও মো. সঞ্চয়।
র্যাব কর্মকর্তারা দাবি করেন, গ্রেপ্তারকৃতরা ওই এলাকার পেশাদার চাঁদাবাজ। কেউ চাঁদা দিতে না চাইলে তারা বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি ও ওই স্থান থেকে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আইআর/২০ ডিসেম্বর